বিপিএলের সপ্তম ম্যাচে আজ এক অবিশ্বাস্য লড়াই দেখল ক্রিকেট ভক্তরা। একদিকে শামীম হোসেন পাটোয়ারীর বিধ্বংসী ব্যাটিং, অন্যদিকে সিলেটের নিয়ন্ত্রিত বোলিং—সব মিলিয়ে টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হাসল সিলেট টাইটান্স। ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের লড়াইয়ে এগিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল।
সিলেটের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ঢাকা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলতে সক্ষম হয়। শুরুতে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। সিলেটের হয়ে সর্বোচ্চ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি মাত্র ২৪ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৫ উইকেটে ১৭৩ রানের বড় সংগ্রহ এনে দেন। এছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমন ৩২ বলে ৪৪ এবং সাইম আইয়ুব ৩৪ বলে ২৯ রান করেন। ঢাকার বোলারদের মধ্যে সালমান মির্জা ২ উইকেট নিলেও শেষ দিকে ছিলেন বেশ ব্যয়বহুল।
রান তাড়া করতে নেমে শুরুতেই মোহাম্মদ আমিরের তোপে পড়ে ঢাকা। মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় তারা। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও নাসির হোসেন ব্যর্থ হয়ে ফিরে গেলে দলের হাল ধরেন শামীম পাটোয়ারী। ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানের (২৩) সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে লড়াইয়ে ফেরার আভাস দেন তিনি।
জয়ের জন্য শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ২৭ রান। বল হাতে ছিলেন অভিজ্ঞ মোহাম্মদ আমির। শামীম পাটোয়ারী হাল না ছেড়ে তিনটি চার ও একটি ছক্কায় ওই ওভার থেকে ২০ রান তুলে নেন। তবে দলের জয় নিশ্চিত করার জন্য তা যথেষ্ট ছিল না। শামীম মাত্র ৪৩ বলে ৮১ রানের এক লড়াকু ইনিংস খেলে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল ৩২ বলে ফিফটি ছোঁয়ার রেকর্ড।
ম্যাচ সংক্ষেপ:
সিলেট টাইটান্স: ১৭৩/৫ (২০ ওভার); ওমরজাই ৫০*, ইমন ৪৪।
ঢাকা ক্যাপিটালস: ১৬৭/৯ (২০ ওভার); শামীম ৮১*, সাব্বির ২৩।
ফলাফল: সিলেট টাইটান্স ৬ রানে জয়ী।
ঢাকার হারলেও শামীম পাটোয়ারীর এই সাহসী ইনিংস টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে, ক্যাচ মিস ও শেষ দিকে খেই হারিয়ে ফেলায় জয়ের সুযোগ হাতছাড়া করল ঢাকা ক্যাপিটালস।
মানবকন্ঠ/আরআই




Comments