ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
সিরাজগঞ্জের রায়গঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ রায়গঞ্জ আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ আমলি আদালতে ফাহিম বিশ্বাসসহ দুইজন জামিন আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার ফাহিম বিশ্বাসের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে একই মামলায় তার সহযোগী মোন্তাসিরকে জামিন দিয়েছেন আদালত।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা বাজারের একটি হার্ডওয়্যারের দোকানে তুচ্ছ ঘটনা নিয়ে হামলা চালায় একদল যুবক। এ সময় দোকানমালিক সজীব রেজা সালমানকে মারধর ও দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলার এই দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সজীব রেজা সালমান বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম বিশ্বাসসহ ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এর আগে এই ঘটনার সাথে জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করেছিল।
কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আসামিরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। আদালত একজনের জামিন দিলেও মূল অভিযুক্ত ফাহিম বিশ্বাসকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।"
চান্দাইকোনা বাজারের ব্যবসায়ীরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত ফাহিম বিশ্বাসের পরিবার বা সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/ডিআর




Comments