Image description

মেহেরপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) এক বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু (২১) এবং একই গ্রামের ভাঙ্গাপাড়া এলাকার দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম (১৯)।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ মেহেরপুর ক্যাম্পের একটি দল দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামে আল-সালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সোহাগ হোসেন গিট্টুর কাছ থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অন্যদিকে, মিশন ইসলামের কাছ থেকে আফগানিস্তানের তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, আটক সোহাগ হোসেন গিট্টুর বিরুদ্ধে হত্যা ও অপহরণ মামলাসহ চারটি মামলা রয়েছে। অপর আটক মিশন ইসলামের বিরুদ্ধে একটি মারামারি ও গুরুতর আঘাতের মামলা রয়েছে।

র‍্যাব-১২ সিপিসি মেহেরপুর ক্যাম্পের ইনচার্জ পুলিশ সুপার কে. এ. এ. মামুন খান চিশতী জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মানবকন্ঠ/আরআই