কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা জনপদ। সোমবার (৫ জানুয়ারি) ভোর থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরতে দেখা গেছে। তীব্র ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কগুলোতে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, সোমবার ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৯ শতাংশ। উত্তরের হিমেল হাওয়া ও উচ্চ আর্দ্রতার কারণে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে।
শীতের তীব্রতা বাড়ায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সময়মতো কাজে বের হতে পারছেন না দিনমজুররা। চরাঞ্চল ও গ্রামাঞ্চলে অতিদরিদ্র মানুষকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
যানবাহন চালকরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। ফলে দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে এবং হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এতে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আগামী কয়েক দিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। উত্তরের হিমেল বাতাস ও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় শীতের অনুভূতি আরও বেড়েছে।’




Comments