রাজধানী ঢাকাসহ সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। তবে বেশি হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জেলাগুলো। এবার শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
এর আগে, ৩১ ডিসেম্বর মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গোপালগঞ্জে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সেই তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ থাকায় অনুভূত তাপমাত্রা আরও কম।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, রাজশাহী, রাঙামাটিসহ দেশের ১০ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সারা দেশেই ঘন কুয়াশা ও শীতের তীব্রতা রয়েছে। তবে সিলেট ও চট্টগ্রামে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
সারা দেশে দিনজুড়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতে বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী রোববার পর্যন্ত কুয়াশা ও শীতের প্রকোপ থাকতে পারে। এর পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




Comments