খুলনার উন্নয়নে দলমত নির্বিশেষে এক মঞ্চে প্রার্থীরা: সমৃদ্ধ জনপদ গড়ার অঙ্গীকার
নির্বাচিত হলে খুলনাকে একটি সমৃদ্ধ, উন্নত এবং সবার জন্য বাসযোগ্য পরিবেশবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
শনিবার (১৭ জানুয়ারি) খুলনা প্রেসক্লাব মিলনায়তনে ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’ আয়োজিত এক নাগরিক সংলাপে তারা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: খুলনাবাসীর প্রত্যাশা’ শীর্ষক এই সংলাপে প্রার্থীরা বলেন, “খুলনা এক সময় শিল্প ও বন্দর নগরী হিসেবে খ্যাত থাকলেও বর্তমানে এটি শিল্পহীন নগরীতে পরিণত হয়েছে। ফলে বেকারত্ব বাড়ছে এবং মানুষ কর্মসংস্থানের খোঁজে অন্যত্র চলে যাচ্ছে। আমরা নির্বাচিত হলে দলমতের ঊর্ধ্বে থেকে বন্ধ শিল্প কলকারখানা চালু এবং এই অঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই সোচ্চার থাকব।”
নাগরিক সংলাপে উপস্থিত বিশিষ্টজনেরা অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় ধরে খুলনা অবহেলা ও বঞ্চনার শিকার। সরকারের পরিবর্তন হলেও খুলনাবাসীর ভাগ্যের পরিবর্তন আশানুরূপ হয়নি। তারা অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং খুলনাকে একটি আধুনিক ও স্মার্ট মহানগরী হিসেবে গড়ে তোলার দাবি জানান। অনুষ্ঠানে সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রর্থীদের নিকট খুলনার উন্নয়নের বিভিন্ন দাবিনামা হস্তান্তর করা হয়।
সংলাপে প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা- ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান, খুলনা- ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা- ৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, বাসদ মনোনীত প্রার্থী জনার্দ্দন দত্ত নান্টু, স্বতন্ত্র প্রার্থী মুরাদ খান লিটন ও খুলনা- ৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে এবং শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, এমইউজে সভাপতি রাশিদুল ইসলাম, প্রবীণ নাগরিক নেতা অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইমাম, প্রকৌশলী আজাদুল হক, অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা এবং সুজনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments