বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র অপারেশন ডেবিল হান্টের বিশেষ অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট শহিদুল ইসলাম মৃধা বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর উজিরপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, ডিবি পুলিশ তাকে থানায় হস্তান্তর করেছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃতকে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে সোর্পদ করা হবে।




Comments