Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–০৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহসিন জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

নিজের নির্বাচনী ইশতেহারে তিনি ঘোষণা দেন, নির্বাচিত হলে তিনি “এমপি সাহেব হিসাব দাও” নামে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি চালু করবেন। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে জনগণের সামনে দাঁড়িয়ে উন্নয়ন কার্যক্রমের পূর্ণ হিসাব তুলে ধরবেন তিনি।

মো. মহসিন বলেন, প্রতিটি ইউনিয়নে কত টাকা বরাদ্দ এসেছে, সেই অর্থে কী কী উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে, কোন কাজগুলো হয়নি এবং কেন হয়নি—এসব প্রশ্নের জবাব তিনি সরাসরি জনগণকে দেবেন।

এছাড়াও তিনি বলেন, “আমি যদি নির্বাচিত হই, তাহলে সংসদ সদস্য হিসেবে শুধু ক্ষমতার জায়গায় বসে থাকবো না। জনগণের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, কীভাবে হচ্ছে-সে বিষয়ে জনগণকে নিয়মিত জানানোই হবে আমার দায়িত্ব।”

তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। তাই এমপি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করাই তাঁর লক্ষ্য।

স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘোষণাকে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনী ইশতেহারে এমন জনমুখী ও জবাবদিহিমূলক কর্মসূচির ঘোষণা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে পারে।