রংপুরের পীরগঞ্জ উপজেলায় ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সমছেল মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত সমছেল মিয়া উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে সমছেল মিয়ার স্ত্রী ওই শিশুটিকে পেয়ারা দেওয়ার কথা বলে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। শিশুটি বাড়িতে আসার পর সমছেল মিয়া তাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। শুক্রবার বিকেলেই বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
শনিবার সকালে উত্তেজিত এলাকাবাসী সমছেল মিয়ার বাড়ি ঘেরাও করে তাকে আটক করে। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা জামাত আলী বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান হাবিব জানান, মামলা রুজু হওয়ার পর অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আগামীকাল রোববার ভুক্তভোগী শিশুর জবানবন্দি ও আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে।
এদিকে, এই ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments