Image description

বগুড়া জেলার শেরপুরে ট্রাক চাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চিকিৎসাধীন আছেন আরও চার জন। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ৩ টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) ও চায়না আক্তার (৩০)। এদের মধ্যে গোলাম কবির বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতরা হলেন- তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০), আসাদ (৪০) ও অটোরিকশা চালক রুবেল (৩০)। 

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এএসআই লালন হোসেন হতাহতদের বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুরে দুর্ঘটনায় পাঁচ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে গোলাম কবির নামের একজনের মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে শেরপুর ফায়ার সার্ভিস সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়ার দিকে যাচ্ছিল। মডেল মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক নারীর মৃত্যু হয়। 

শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, ঘটনাস্থলে অটোরিকশাটি সম্ভবত যাত্রী নামাচ্ছিলো অথবা উঠাচ্ছিলো। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।