Image description

পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞার ১১ দিন আজ বুধবার (১৫ অক্টোবর) ইলিশের অভয়াশ্রম হিসেবে পরিচিত উপজেলার তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের মহোৎসব চলছে। মোবাইলফোনে যোগাযোগের মাধ্যমে তেঁতুলিয়া নদী পাড়ের বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে চলে বেচাকেনা।

ইলিশ শিকারি জেলে ও স্থানীয় কয়েকজন জানায়, দীর্ঘদিন দেখা না মিললেও নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ আসতে শুরু করেছে তেঁতুলিয়া নদীতে।এরই মধ্যে প্রশাসনের ঢিলেঢালা অভিযানের সুযোগ নিয়ে ইলিশ শিকারে বেপরোয়া হয়ে উঠছে এক শ্রেণির অসাধু জেলে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, "প্রতিদিনই নদীতে অভিযান চলছে এবং অসাধু জেলেদের আইনের আওতায় আনা হচ্ছে। অভিযান আরও জোরদার করা হবে।"