Image description

রাষ্ট্রীয় শোক দিবসে পটুয়াখালীর পায়রা সেতুর (লেবুখালী সেতু) টোলপ্লাজার প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। পতাকা না তোলার কারণ জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে অপদস্থ হওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টোলপ্লাজার সামনে গিয়ে দেখা যায়, সেখানকার নির্ধারিত পতাকা স্ট্যান্ডটি পতাকাশূন্য অবস্থায় রয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় জাতীয় দিবসে পতাকা উত্তোলন না করায় উপস্থিত পথচারী ও স্থানীয় বাসিন্দারা অসন্তোষ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, জাতীয় পতাকা না তোলার কারণ জানতে চাইলে টোলপ্লাজায় কর্মরত সিস্টেম অ্যানালিস্ট মো. নেছার উদ্দিন ও হিসাব সহকারী মমিন তাঁদের সঙ্গে অত্যন্ত অপেশাদার ও অশোভন আচরণ করেন। সরকারি নির্দেশনা অমান্য করে জাতীয় পতাকার প্রতি অসম্মান প্রদর্শনের বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা বলেন, "বিষয়টি আমার নজরে এসেছে। জাতীয় দিবসে পতাকা উত্তোলন না করা এবং জনৈক ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহারের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমি ইতোমধ্যে জেলা প্রশাসক মহোদয়কে বিস্তারিত জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

উল্লেখ্য, রাষ্ট্রীয় যেকোনো শোক বা জাতীয় দিবসে সরকারি ও আধা-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও পায়রা সেতুর টোলপ্লাজায় এমন অবহেলার ঘটনায় ক্ষুব্ধ সচেতন মহল।

মানবকণ্ঠ/ডিআর