
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় জিহাদ (১৪) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত জিহাদ স্থানীয় জামাল হোসেনের ছেলে এবং সংগ্রামপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় জিহাদ। স্থানীয়রা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা জিহাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Comments