
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ শাহজাহান ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঐতিহ্যবাহী মুড়াপাড়া কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাছিমপুরের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে আজ দুপুর ২টা থেকে এই জানাজাকে কেন্দ্র করে কলেজ মাঠে ঢল নামে হাজারো মানুষের।
জানাজায় রূপগঞ্জের রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অনেককে তার স্মৃতিচারণ করে কাঁদতে দেখা যায়।
গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর।
তিনি স্ত্রী, এক পুত্র ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার রাজনীতিতে এক পরিচিত ও প্রভাবশালী নাম ছিলেন। তিনি একাধিক মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই প্রবীণ নেতা রূপগঞ্জে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জের ‘রাখাল রাজা’ হিসাবে পরিচিত ছিলেন। রূপগঞ্জ উপজেলার পরিষদের তিনবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ৮০ দশকে তিনি রূপগঞ্জ আওয়ামী লীগের হাল ধরেন। তিনি ছিলেন নেতাকমীদের আশা-ভরসার স্থল। আওয়ামী লীগের জন্য ছিলেন নিবেদিত প্রাণ।
Comments