চাঁদা না পেয়ে নৌরুটের ১০ নৌকা আটকে দিলেন বিএনপি নেতা, দুর্ভোগে যাত্রীরা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমাইপুর-পাটুলী নৌরুটে চাঁদাবাজির প্রতিবাদে ১০টি নৌকা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে। মাঝিদের অভিযোগ, প্রতিদিন ৬০০ টাকা চাঁদা না দেওয়ায় বুধবার (৮ অক্টোবর) যাত্রীসহ নৌকা ঘাটে ভিড়লে মনিরুজ্জামান মনির নৌকাগুলো আটকে দেন।
মাঝিরা জানান, আগে প্রতিদিন ২০০-৩০০ টাকা চাঁদা দিতে হলেও গত ৫ আগস্ট থেকে তা হঠাৎ ৬০০ টাকায় উন্নীত হয়। নিয়মিত চাঁদা পরিশোধ করেও বুধবার তাদের নৌকা আটকে দেওয়া হয়। ভুক্তভোগী মাঝিরা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাটুলী ঘাট এলাকায় সারি করে অন্তত ১০টি নৌকা বাঁধা রয়েছে। মাঝি জাহাঙ্গীর (৩৪), আক্কাস আলী (৪০), রতন মিয়া (৩৫) এবং স্বপন (৪০) অভিযোগ করেন, এই সময়ে নৌকা চলাচল বন্ধ থাকায় তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তারা বলেন, ৬০০ টাকা অনেক বেশি এবং এই আয় দিয়ে সংসার চালানো অসম্ভব।
ঘাটের ইজারাদার বা দায়িত্বশীল কারো সাথে কথা বলা সম্ভব না হলেও, ইজারার টাকা তোলার দায়িত্বে থাকা এক কর্মচারী ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান।
তবে, বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, হুমাইপুর ঘাটে সরকারের কোনো ইজারা নেই এবং সেখানে উপজেলা বিএনপির সদস্য হেলাল খানের নেতৃত্বে অনিয়ম চলছে।
বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে তার ধারণা, এটি দলীয় দুই পক্ষের কোন্দলের ফল।
নৌকা আটকে থাকায় প্রতিদিনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন এবং দ্রুত সমাধান না হলে এই রুটে যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
Comments