
খুলনার কয়রায় ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামের একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সেলিম ওই গ্রামের মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার ৬নং কয়রা গ্রামে অভিযান চালিয়ে সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করে যৌথ বাহিনী।
কয়রা থানার উপপরিদর্শক (এসআই) তারিক মাহমুদ বলেন, এ ঘটনায় কয়রা থানায় মামলা হয়েছে।
Comments