Image description

চট্টগ্রামে গাড়ি আটকে ব্রাশফায়ার করে রাউজানের ব্যবসায়ী ও বিএনপি কর্মী আব্দুল হাকিমকে (৫২) গুলি করে হত্যার দুই দিন পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে নিহতের স্ত্রী তাসফিয়া আলম অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।

গত ৭ অক্টোবর বিকালে রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাড়ি থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো ঘ-১৬ ০৯৪৯) চট্টগ্রাম নগরের বাসায় ফিরছিলেন ব্যবসায়ী ও বিএনপি কর্মী আব্দুল হাকিম। গাড়িটি মদুনাঘাট ব্রিজের হাটহাজারী অংশে পৌঁছালে পেছন থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে আসা মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়।

এতে গাড়িতে থাকা আব্দুল হাকিম ও তার গাড়ি চালক মুহাম্মদ ইসমাইল (৩৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

বুধবার (৮ অক্টোবর) বাদ আছর তার নিজ গ্রাম পাঁচখাইন দরগাহ প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পর রাতেই পুলিশ রাউজান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত চারজনকে আটক করে পুলিশ।