Image description

গাজীপুরের শ্রীপুরে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখা নেতৃবৃন্দ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান বক্তারা।

শ্রীপুর উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডাঃ জসিম উদ্দিন, শ্রীপুর পৌর আমীর ডাঃ আনিসুজ্জামান, শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আফজাল হোসেন খান প্রমুখ।