ঝালকাঠির কাঁঠালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দ্বিপক চন্দ্র ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও জহিরুল ইসলাম।
বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
Comments