Image description

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে র‍্যাব-৯ অভিযান চালিয়ে টিকিট কালোবাজারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিকিটসহ তিন দালালকে গ্রেপ্তার করে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে র‍্যাব-৯ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শায়েস্তাগঞ্জের দক্ষিণ বড়চর গ্রামের সোহেল মিয়া, জলিল সর্দার ও দাউদ নগর এলাকার এনাম মিয়া। গ্রেপ্তারকৃত কালোবাজারিদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯”-এর ৪০ ধারায় প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।