Image description

মাদারীপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত যেন না করা হয় সেই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। তাদের সাথে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

আন্দোলনকারীরা জানান, বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা নিয়ে ঘোষণা হতে পারে ফরিদপুর বিভাগ। এই বিভাগে অন্তর্ভূক্ত করা হতে পারে মাদারীপুর জেলাকে। সেই আশঙ্কায় আন্দোলনে নেমেছেন জেলাবাসী। তাদের দাবি, পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। তাই, ফরিদপুর বিভাগে নয় ঢাকা বিভাগেই থাকতে চান মাদারীপুর জেলাবাসী। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। প্রায় একঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন দক্ষিনাঞ্চলের যাত্রীরা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার সদস্য রুবেল মৃধা, মাদারীপুর জেলা শাখার সাবেক সহ সংগঠক জহিরুল ইসলাম সানি, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুল ইসলাম, নেয়ামুল হক, কিরণ আক্তারসহ অনেকেই উপস্থিত ছিলেন।