বগুড়ার শিবগঞ্জে মানবাধিকার সপ্তাহ উপলক্ষ্যে কিশোরী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেলে নেটজ বাংলাদেশের সহযোগিতায় ও পল্লীশ্রী এনজিও'র হোপ প্রকল্পের আয়োজনে উপজেলার গাংনগর এএম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফুটবল খেলা উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফসিয়ার রহমান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় গোলশূন্য হয়ে ড্র হওয়ায় ট্রাইবেকারে ষষ্ঠ শ্রেণির কিশোরীদের দল সপ্তম শ্রেণির দলকে পরাজিত করে।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা নাগরিক সমাজ সংগঠনের কোষাধ্যক্ষ ও শিবগঞ্জ নাগরিক সমাজ সংগঠনের প্রচার সম্পাদক রবিউল ইসলাম, গাংনগর এএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রওশন আলী, পল্লীশ্রী এনজিও'র হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।




Comments