Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা যুবদলের সমাবেশে যাওয়ার পথে নিজেদের বহনকারী দুটি ভটভটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচবিবির আওয়ালাই ইউনিয়ন যুবদলের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর আঘাতপ্রাপ্তদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে পাঁচবিবি উপজেলার রুনিহালী রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও যুবদলের নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানাগেছে, যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচবিবি উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় যোগ দিতে উপজেলার আওলাই ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ভটভটি যোগে পাঁচবিবির দিকে যাচ্ছিলেন। পথে নিজেদের বহনকারী দুই ভটভটির ক্রসিংয়ের সময়ে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যায়। এতে ভটভটিতে থাকা নেতাকর্মীরা ছিটকে খাদে পড়ে আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে দেয়।

জয়পুরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী বলেন, বিকেলের দিকে আওলাই ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আমার নেতৃত্বে প্রায় ৪শ নেতাকর্মীদের পাঁচবিবিতে যুবদলের সমাবেশ সফল কারার জন্য পাঠায়ে দেই। পথে রুনিহালী নামক রাস্তার মোড়ে দুই ভটভটির সংঘর্ষে আমার অন্তত ২০/২২ জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দিয়েছি। তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করছি।

পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, খবর পেয়ে আহাত নেতাকর্মীদের দেখতে হাসাপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। এছাড়াও গুরুত্বর আহত ৯ জনকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।