Image description

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে গিয়ে পড়েছে। এতে ১৮ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০ টায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা 'স্টার পরিবহন' নামে একটি যাত্রীবাহী নাইট কোচ সৈয়দপুর বাস টার্মিনাল যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা কাঠভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কৃষি জমিতে উল্টে পড়ে যায়। পরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট, তারাগঞ্জ হাইওয়ে পুলিশসহ সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে এবং মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।