রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি মাদকের আস্তানা। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ৫ শতক খাস জমি। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চালিয়ে পুঠিয়ার চার আনি রাজবাড়ির পিছনে অবস্থিত মাদকের ঘাঁটি উচ্ছেদ করা হয়। এ সময় মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, "উদ্ধারকৃত জমি খাস খতিয়ানে ছিল, যা অবৈধভাবে মাদকসেবীরা দখল করে রেখেছিল। ভবিষ্যতে যেন পুনরায় কেউ এ ধরনের কাজে ব্যবহার করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি থাকবে।"




Comments