Image description

যশোরের কেশবপুরে বিয়ে বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে উপজেলার রাজ নগর বাকা বরশি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশুটি উপজেলার পার্শ্ববর্তী বড়িঙ্গা গ্রামের বাসিন্দা এবং রাজ নগর বাকা বরশি গ্রামের রহিম সরদারের নাতনি। সে বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ তাকে না দেখে বাবা-মা ও নানার বাড়ির লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেলে প্রতিবেশী জসিমের স্ত্রী বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পুকুর থেকে ওই শিশুর নিথর দেহ উদ্ধার করে।

মানবকণ্ঠ/ডিআর