অপারেশন ডেভিল হান্ট’: আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বরিশালের আগৈলঝাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানের আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) রাতে উপজেলার বাগধা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মোখলেছুর রহমান সরদার বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি পশ্চিম বাগধা গ্রামের মৃত কহিল উদ্দিন সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ পশ্চিম বাগধা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মোখলেছুর রহমানকে ২০২১ সালের ২৭ জুন দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার বাদী উপজেলা কৃষক দলের সদস্য সিকদার আশরাফুল ইসলাম।
আগৈলঝাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার (৫ জানুয়ারি) সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments