কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ হেফাজতে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী থাকলে তাদের জন্য আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশ হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য [email protected] মেইলে শিক্ষার্থীর তথ্য পাঠাতে বলা হয়েছে।
মানবকণ্ঠ/এসআরএস
Comments