Image description

যশোরে নিজ বাড়ির সামনে মীর সাদী (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত সাড়ে এগারোটায় শহরের রেলরোড পঙ্গু হাসপাতালের পেছনে এঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে একটার দিকে মারা যান সাদী। নিহত সাদী রেলগেট এলাকার শওকত আলীর ছেলে।

সাদীর স্বজনেরা জানান, শহরের টিবি ক্লিনিক এলাকার বাবুর ছেলে ট্যাটু সুমন, আশ্রম রোডের আলীর ছেলে মেহেদী চাঁদা দাবি করেছিল সাদীর কাছে। তার জেরেই সোমবার রাতে সাদীকে নিজবাড়ির সামনে ৬ থেকে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাত পৌনে ১টার দিকে মারা যান সাদী।

অপর একটি সূত্র জানিয়েছে, সাদী চিহ্নিত সন্ত্রাসী ম্যানসেলের সহযোগী ছিল। সম্প্রতি ম্যানসেলের সাথে সাদীর নানা বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়। তারপর থেকে সাদী আলাদা গ্রুপ করে চলাফেরা করতো। আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় থাকা সাদী ৫ আগষ্টের পর গা ঢাকা দেয়। গত কয়েকদিন সে আবার এলাকায় ফেরে। সাদীর নামে ২০১৩ সালে ছাত্রদল নেতা পলাশ হত্যাসহ কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল জানান, সাদীর বুক ও গলায় দুটি গুলি লেগেছে। তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অভিযান শুরু করেছে বলে ওসি জানান।

মানবকণ্ঠ/আরআই