Image description

লক্ষ্মীপুরে ওষুধের দোকানে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সদর থানা রোড এলাকার জয় ফার্মা নামে একটি ওষুধের দোকান ও পাশের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—মদ ব্যবসায়ী কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও কর্মচারী শ্রীধাম বাছার। এ সময় ২৩ লিটার কেরু মদ জব্দ করা হয়।

কিশোর কুমার সাহা লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। তার ছেলে জয় এবং কর্মচারী শ্রীধাম বাছার চাঁদপুরের হাইমচর এলাকার মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, কিশোর কুমার দীর্ঘদিন ধরে তাদের ওষুধের দোকানেই অবৈধভাবে মদ বিক্রি করছিলেন। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।