Image description

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার বাহেরচর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশের আগে এক বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি এইচ এম আবদুল হাকিম।

তিনি বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং পিআর পদ্ধতি অপরিহার্য। জনগণের ভোটাধিকার রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে।

সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান।

এই পাঁচ দফার দাবিগুলো হলো-জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত করতে হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।