Image description

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পৃথক ঘটনায় দুই যুবক আত্মহত্যা করেছে। উপজেলার হাসাদাহ গ্রামে গলায় ফাঁস দিয়ে হাসান আলী (১৮) এবং বেনীপুর গ্রামে কীটনাশক পান করে ছাব্বির হোসেন (১৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। দুটি ঘটনাই গত শুক্রবার সন্ধ্যায় সংঘটিত হয়।

জানা গেছে, হাসাদাহ গ্রামের মাঝের পাড়ার বাসিন্দা আব্দুস সালামের ছেলে হাসান আলী নিজ বাড়ির বাঁশের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পেশায় ট্রাকচালক হাসান কিছুদিন আগে ট্রাকের ডালায় মাথায় আঘাত পান, যার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার পর থেকে তিনি প্রচণ্ড রাগী ও খিটখিটে মেজাজের হয়ে পড়েন। পরিবারের সদস্যদের দাবি, মাথার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসান আত্মহত্যার পথ বেছে নেন।

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় বেনীপুর গ্রামের আবু তালেবের ছেলে ছাব্বির হোসেন কীটনাশক পান করে আত্মহত্যা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাব্বির তার মায়ের কাছে ১০০ টাকা চেয়েছিলেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিমানে বাড়িতে রাখা কীটনাশক পান করেন তিনি। কীটনাশক পানের পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলেও ছাব্বিরের মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, এই দুটি আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই দুঃখজনক ঘটনা এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে। আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও মানসিক স্বাস্থ্য সেবার প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।