
সংগৃহীত ছবি
উত্তপ্ত খাগড়াছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তার শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় খাগড়াছড়ি পৌরসভাসহ সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
প্রথমে জেলা প্রশাসক এ বিএম ইফতেখারুল ইসলাম এক আদেশে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আইশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জানমালের ক্ষতির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এ আদেশ দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে বলে জানানো হয়।
পরে দুপুর ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুইমারা উপজেলায়ও ১৪৪ ধারা জারির আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার।
এদিকে এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডাকা অবরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর উপজেলা-নারাইখাইয়া এলাকায় দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলাবাহিনী বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে সাজেকে বেড়াতে যাওয়া অন্তত দেড় হাজার পর্যটক নিরাপত্তাজনিত কারণে বর্তমানে দীঘিনালায় অবস্থান করছেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইতোমধ্যে ১৪৪ ধারা জারি হয়েছে। আমরা সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি।
অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের চেঙ্গী স্কোয়ার, দীঘিনালা, পানছড়ি, রামগড়সহ বিভিন্ন স্থানে সড়কে গাছ কেটে, গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন দিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করার খবর পাওয়া গেছে।
প্রসঙ্গগত, মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দলগত ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় জড়িত সন্দেহে শায়ন শীল (১৯) নামের অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।
Comments