Image description

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবানের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র কেওক্রাডং আগামী ১ অক্টোবর থেকে পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মেঘলা পর্যটনকেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধনকালে জেলা প্রশাসক শামীম আরা রিনি এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক জানান, পর্যটন শিল্পের উন্নয়ন এবং পর্যটকদের ভ্রমণকে আরও নিরাপদ ও আনন্দদায়ক করতে আগামী ২৯ সেপ্টেম্বর একটি সেমিনারের আয়োজন করা হবে। এই সেমিনারে ট্যুর গাইড, পর্যটকবাহী গাড়ি, হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে পর্যটন খাতকে আরও সংগঠিত ও নিরাপদ করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রুমা ও থানচি উপজেলার দুর্গম এলাকায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন এই অঞ্চলের পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় কেওক্রাডং এখন পুনরায় উন্মুক্ত করা হচ্ছে।

কেওক্রাডং বান্দরবানের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত এবং প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। এই পর্যটনকেন্দ্র পুনরায় উন্মুক্ত হওয়ায় পর্যটকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে।