Image description

'দুটি পাতা একটি কুঁড়ির শহর মৌলভীবাজার জেলা' পর্যটন প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ পালিত হয়েছে।

২৭ সেপ্টেম্ব (শনিবার) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের নেতৃত্বে বের হয়ে র‌্যালিটি শহরের আদালত সড়ক হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, ছাত্রী এবং হোটেল  রিসোর্টের মালিক, প্রিণ্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

র‌্যালি  শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।