| ছবি : সংগৃহীত
ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির মামলায় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্টোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান এই রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অপর ৩ আসামি হলেন আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক ও হাবিবুর রহমান ফরহাদ। আদালত একই আসামি শাহিন হোসেনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। সেদিন আদালত রিমান্ড শুনানির দিন আজ ঠিক করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সে অনুযায়ী আজ রিমান্ড আবেদনের শুনানি হয়।
মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় গত রবিবার রাতে তাদের আটক করে সেনাবাহিনী। ক্লিনিকের মালিক আফরুজা শিল্পী বাদী হয়ে গতকাল মোহাম্মদপুর থানায় মামলা করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, মোহাম্মদপুরের ‘সেইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে শাহিন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আসেন সন্তান প্রসব করাতে। সন্তানের অবস্থা খারাপ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
তবে শাহিন অনুরোধ করে বলেন, যেভাবে হোক তার স্ত্রীর সন্তান প্রসব করাতে। চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী নরমাল ডেলিভারিতে মৃত ছেলে সন্তান প্রসব করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি শাহিনকে অবগত করেন। তিনি অর্থ প্রদান করতে চাইলেও মানবিক দিক বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অর্থ না নিয়েই ছাড়পত্র প্রদান করে।
পরে গত ২২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে আসামিরা হাসপাতালে এসে সন্তান মারা যাওয়ার কারণে মামলা না করার জন্য আফরুজা শিল্পীর ছেলে আবু সাইদের কাছে ৩ লাখ টাকা চাঁদ দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা হাসপাতালের মেশিন ও সিসি ক্যামেরা ভাংচুর করে দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে। একপর্যায়ে আসামিরা আবু সাইদকে তুলে নিয়ে হত্যার হুমকি দিলে তাদের ১ লাখ ২০ হাজার টাকা দিলে তারা চলে যায় এবং অবশিষ্ট টাকা দ্রুত সময়ের মধ্যে দিতে বলে। এরপর থেকে বিভিন্ন সময়ে আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে অবশিষ্ট টাকা দ্রুত দিয়ে দিতে বলে এবং টাকা দ্রুত না দিলে একাধিক মামলা দিয়ে হয়রানি করবে মর্মে জানায়।
গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে আসামিরা তাদের মোবাইলে কল দিয়ে হাজারীবাগের পশ্চিম ধানমন্ডি ৫ নম্বর রোডের ব্লক-এ বসিলা আবাসিক এলাকার হাউজিং অফিস কক্ষে ডেকে নিয়ে ১ লাখ টাকা চাঁদা নেয় এবং অবশিষ্ট টাকা দ্রুত সময়ের মধ্যে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আফরুজা শিল্পী বিষয়টি মৌখিকভাবে সেনাবাহিনী ও পুলিশকে অবগত করলে তারা দ্রুত বিষয়টি আমলে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে আসামিদের আটক করে থানায় নিয়ে যায়।
Comments