Image description

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবশেষে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত প্রতারক ও চাঁদাবাজ রাসেল (৩৫)। বীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। রাসেল উপজেলার আরাজি মিলনপুর গ্রামের ফারজুল মন্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাসেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ২১টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশের ছদ্মবেশে প্রতারণার ১১টি, চাঁদাবাজির ৫টি, হত্যাচেষ্টার ৩টি, চুরির ১টি এবং বিশেষ ক্ষমতা আইনে আরও ১টি মামলা। তার এসব অপরাধমূলক কার্যকলাপ এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল।

সাম্প্রতিক একটি ঘটনায় রাসেল নওগাঁর নিয়ামতপুর থেকে এক ব্যক্তিকে পিকআপ বিক্রির প্রলোভন দেখিয়ে বীরগঞ্জে নিয়ে আসেন। সেখানে তিনি ভুক্তভোগীর সামনে ডলার দেখিয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেন এবং তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নেন। এমনকি ভুক্তভোগীকে মারধরও করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাসেল দীর্ঘদিন ধরে তার প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিলেন। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এই ধরনের অপরাধীদের গ্রেপ্তার এলাকার শান্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে। আমরা পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করি।”

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “রাসেল একজন কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।” পুলিশ আরও জানায়, রাসেলের সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা প্রশংসিত হচ্ছে। রাসেলের গ্রেপ্তারের ফলে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি পেয়েছে।