Image description

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খুরশিমূল গ্রামে দুর্গা পূজা মণ্ডপে বকাটেদের হামলায় ৯ জন আহত হয়েছেন এবং মণ্ডপের আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী খুরশিমূল গ্রামের অজয় দাস জানান, রাতের পূজার কার্যক্রম শেষে মণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পার্শ্ববর্তী গ্রাম থেকে ১৫-২০ জন নেশাগ্রস্ত যুবক এসে জোরপূর্বক নাচানাচি শুরু করেন। মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দিলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়।

হামলায় পূজা মণ্ডপের সভাপতি অমিতের হাত ভেঙে যায়, অজয় দাসের মাথা ফাটে এবং অন্তত দাসের পায়ে গুরুতর আঘাত লাগে। এছাড়াও আরও ৬ জন এই হামলায় আহত হন। আহতদের রাতেই মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পরপরই মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরবর্তী ঘটনা এড়াতে এএসআই আজহারুলের নেতৃত্বে পুলিশের একটি টিম মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে। ওসি জানান, হামলাকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল গ্রামবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বর্তমানে পূজা মণ্ডপের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।