Image description

গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখতে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়ারবর গ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রাম্য মেলা। মধুমতি নদীপাড়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিকেল থেকে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় লোহাগড়াসহ আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে আগত নৌকা অংশগ্রহণ করে। ঢাক-ঢোলের তালে তালে এবং দর্শনার্থীদের উচ্ছ্বাস-উল্লাসে পুরো নদীপাড় মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাঁটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গও এই আয়োজনে অংশ নেন।

মেলায় ছিল নানাবিধ আকর্ষণ। স্থানীয় পণ্যের স্টল, হস্তশিল্প, মাটির খেলনা, পিঠাপুলি এবং লোকজ সংগীতের পরিবেশনা মেলাকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলা রূপ নেয় এক মিলনমেলায়।

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, “আমাদের গ্রামীণ ঐতিহ্য যাতে হারিয়ে না যায়, সে উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবারও এই নৌকা বাইচ ও মেলার আয়োজন করা হয়েছে। এটি কেবল বিনোদনের মাধ্যম নয়, নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি প্রয়াস।”

স্থানীয় বাসিন্দারা জানান, এই আয়োজন গ্রামীণ সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি, এটি স্থানীয় মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে।

এই ধরনের আয়োজন গ্রামবাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার পাশাপাশি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও আনন্দের বন্ধন আরও দৃঢ় করছে।