
গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পূবাইল থানা পুলিশ টানা পাঁচ দিন ধরে নিখুঁত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত ভোর থেকে গভীর রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করেছে।
গত ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটেছে। এই সময়ে পূবাইল থানা পুলিশ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ, মন্দির ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালিয়েছে। নিয়মিত টহল, চেকপোস্ট এবং মন্দির এলাকায় পুলিশ সদস্যদের সক্রিয় উপস্থিতির মাধ্যমে ভক্ত ও দর্শনার্থীরা নিরাপদে উৎসবে অংশ নিতে পেরেছেন।
পূবাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য ছিল দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। এজন্য আমরা ২৪ ঘণ্টা ডিউটি পালন করেছি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বদা সতর্ক ছিলাম।”
পূবাইল বাজার শ্রীশ্রী রাধামাধব কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোবিন্দ পোদ্দার বলেন, “এবারের দুর্গোৎসব অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। পূবাইল থানা পুলিশের নিরলস পরিশ্রম ও সহযোগিতার কারণে আমরা এত বড় আয়োজন নিরাপদে সম্পন্ন করতে পেরেছি। তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, পূবাইল থানা পুলিশের সক্রিয় ভূমিকার কারণে পূজা উদযাপনে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিশু-কিশোর থেকে নারী-পুরুষ সবাই নির্ভয়ে পূজামণ্ডপে এসে উৎসবে অংশ নিয়েছেন।
গাজীপুর মহানগর পুলিশও পুরো মহানগরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। এর অংশ হিসেবে পূবাইল থানাধীন প্রতিটি পূজামণ্ডপে বিশেষ নজরদারি ও টহল পরিচালনা করা হয়। ফলে এ বছরের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে যাচ্ছে।
Comments