
রাঙামাটির নানিয়ারচরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কলেজছাত্র দীপেশ দেওয়ানের মরদেহ শুক্রবার সকালে কাপ্তাই হ্রদের মহাজনপাড়া এলাকায় ভেসে উঠেছে। এর আগে বৃহস্পতিবার অপর নিখোঁজ ডেনিজেন চাকমার মরদেহ নোয়াপাড়া এলাকার কাপ্তাই হ্রদের পানিতে ভেসে উঠে।
নানিয়ারচর উপজেলার জগনাথ মন্দির এলাকায় দূর্গাপূজা দেখে বাড়ি ফেযার পথে মঙ্গলবার রাতে মহাজনপাড়া এলাকায় ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ হন তারা। তবে নৌকায় থাকা চার জন সাঁতরে তীরে ওঠেন।
সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কলেজছাত্র দীপেশ দেওয়ানের মরদেহ কাপ্তাই হ্রদের মহাজন পাড়া এলাকায় শুক্রবার সকাল ৮টার দিকে ভেসে উঠেছে। অপরদিকে নিখোঁজ কলেজছাত্র ডেনিজেন চাকমার মরদেহ বৃহস্পতিবার দুপুরের দিকে কাপ্তাই হ্রদের নোয়াপাড়া এলাকায় ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে।
তারা দু’জনই সাবেক্ষং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ডেনিজেন চাকমা নানিয়ারচর কলেজে ও দীপেশ দেওয়ান খাগড়াছড়ি কলেজে পড়তেন।
Comments