সৈয়দপুরে প্রবাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশন

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাহ ফাউন্ডেশনের উদ্যোগে ও দিনাজপুরের গাক চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও লেন্সসহ ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ওই ক্যাম্পে বিনামূল্যে প্রায় ৩ শতাধিক চক্ষুরোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
শনিবার (১১ অক্টোবার) শহরের ফিদা আলী মাঠ সংগলগ্ন কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা সকাল ৯ থেকে ৩ টা পর্যন্ত ওই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধপত্র সরবরাহ করা হয়। এছাড়াও ৩০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রবাহ ফাউন্ডেশনের সভাপতি সাজিদ আলী। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসগার আলীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ আশরাফী, সহ-সভাপতি মোহাম্মদ আলী, মোক্তার আলী, জাফর, সোনু, সোহেল, আবিদ, আব্দুর রউফ, সাংবাদিক নওশাদ আনসারী, ওবায়দুল ইসলামসহ অন্যান্য সুধিজন ও ফাউন্ডেশন সদস্যরা উপস্থিত ছিলেন।
রোগীদের চিকিৎসা সেবা দেন, গাক চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মোহাইমিনুল ইসলাম ও কো-অর্ডিনেটর মো. মেরাজ মহসিন সনুর নেতৃত্বে হাসপাতালে ৬ জন সদস্য। পরে বাছাইকৃত ৩০ জন রোগীকে সংগঠনের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চোখের ছানি বাছাই করা হয়।
প্রবাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসগার আলী জানান, আমরা গাক চক্ষু হাসপাতালে সহযোগিতায় বিশেষ করে ইসলামবাগ ও রসুলপুরের সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে এই চক্ষু চিকিৎসাসেবার আয়োজন করেছি। যদিও শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন সেবা নিতে। এছাড়া আমরা এই ফাউন্ডেশনের তত্বাবধানে গরীবদের সহায়তা, অক্সিজেন সেবা, শীতবস্ত্র ও খাদ্য বিতরণ, চারা রোপনসহ বিভিন্ন মানবিক কাজ করে আসছি।
গাক চক্ষু হাসপাতালের কো-অর্ডিনেটর মেরাজ মহসিন সনু জানান, প্রবাহ ফাউন্ডেশনের ডাকে সাড়া দিয়ে আমরা গাক চক্ষু হাসপাতাল এখানে বিনামুল্যে চক্ষু চিকিৎসাসেবা দিচ্ছি। এরুপ মানবিক কাজে আমরা এগিয়ে আসতে পেরেছি বলে ভালো লাগছে।
Comments