Image description

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর দুলা মিয়া পাটোয়ারী বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দফা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুলা মিয়া হাজী বাড়ির মৃত আব্দুল মতিন পাটোয়ারীর ছেলে ইমন (৩৯) বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে চাটখিল থানায় সাতজন নামীয় এবং অজ্ঞাত আরও ৭/৮ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, বাদী ইমনদের সাথে একই বাড়ির মোহাম্মদপুরের আলোচিত দুলাল হত্যা মামলার অন্যতম আসামি আল নাখিলদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিষয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।

ইমন অভিযোগ করেছেন, আদালতে চলমান বিচারিক কার্যক্রম উপেক্ষা করে গত বৃহস্পতিবার দুপুরে ও সন্ধ্যায় দুই দফায় আল নাখিলের নেতৃত্বে ১৪/১৫ জনের একদল সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা সীমানা প্রাচীর ও বসতঘর ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে এবং নগদ এক লাখ টাকা ও আট আনা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার সময় সন্ত্রাসীরা ইমন ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে আসে। অভিযোগে ইমন আরও জানান, দুপুর ১টার দিকে নাখিলের নেতৃত্বে সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এরপর সন্ধ্যায় ওই সন্ত্রাসীরা তার বসতঘরে অগ্নিসংযোগ করলে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বললে তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।