সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে উঠান বৈঠক করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ। শুক্রবার রাত ৮টায় জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উঠানে এ বৈঠক করেন তিনি।
৮ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জামলাবাজ গ্রামের প্রবীণ মুরব্বি রইছ উদ্দিন। উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ ও ছাত্রদল নেতা আখলাক আহমদের যৌথ পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ।
বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুর আলী, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন, উপজেলা বিএনপির সদস্য মুজাহিদ উদ্দিন, জয়কলস ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সিরাজ উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক হোসাইন আহমদ, বিএনপি নেতা মাস্টার নজিবুর রহমান, প্রবীণ মুরব্বি সুনু মিয়া, ইউপি সদস্য সবুজ আহমদ, উপজেলা যুবদলের সহ-সভাপতি জিলানী মিয়া, জুলাই যোদ্ধা যুবদল নেতা আলী আহমদ দুলাল, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম ও ছাত্রদল নেতা হারুন অর রশিদ।
পরে প্রাক্তন ইউপি সদস্য গিয়াস উদ্দিনের বাড়িতে নৈশভোজ করেন নেতাকর্মীরা।
Comments