গাজীপুর মহানগরীর পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে শতবর্ষী ঐতিহ্যবাহী লক্ষ্মী দশমী মেলা, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী এই মেলা শুক্রবার থেকে শুরু হয়ে আজ দ্বিতীয় দিনেও মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল বাজার শ্রীশ্রী রাধা মাধব কেন্দ্রীয় মন্দিরের উদ্যোগে প্রায় শত বছর ধরে আয়োজিত এই মেলাকে ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নানা রঙের আলোয় ঝলমলে মেলা প্রাঙ্গণে খাবার, খেলনা, পোশাকসহ শতাধিক দোকান বসেছে।
মেলার আয়োজক ও মন্দিরের সভাপতি বাবু গোবিন্দ পোদ্দার জানান, রাতভর চলা এই মেলায় আশেপাশের বিভিন্ন মন্দিরের প্রতিমা এনে প্রদর্শন করা হয় এবং সবচেয়ে আকর্ষণীয় প্রতিমাগুলোকে পুরস্কৃত করা হয়। এই ঐতিহ্য তাঁরা দীর্ঘদিন ধরে ধরে রেখেছেন।
মেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূবাইল থানা পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। দায়িত্বে থাকা উপপরিদর্শক জনি বলেন, মেলাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারেন।
স্থানীয় বাসিন্দাদের মুখেও ছিল আনন্দ ও গর্বের ঝলক। স্থানীয় বাসিন্দা নারায়ণ দাস বলেন, "শৈশব থেকেই এই মেলা দেখে বড় হয়েছি। এখনো একই উৎসাহে পরিবার নিয়ে আসি। এটা শুধু ধর্মীয় উৎসব নয়, আমাদের এলাকার ঐতিহ্যের অংশ।" পাশের এলাকার তরুণ অমৃত দাস বলেন, "মেলায় আসলে মনে হয় একদিনের জন্য সবাই এক হয়ে যায়। বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে অনেক আনন্দ করছি। আশা করি এই ঐতিহ্য চিরকাল টিকে থাকুক।" দর্শনার্থী কামাল হোসেন বলেন, "আমি প্রতিবছর পরিবার নিয়ে এখানে আসি। এখানে কোনো বিভেদ নেই— সবাই একসঙ্গে আনন্দ করে। এমন উৎসবই আমাদের এক করে রাখে।"
স্থানীয়দের মতে, শত বছরের ঐতিহ্যবাহী এই লক্ষ্মী দশমী মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি এখন পূবাইলবাসীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
Comments