কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাখাওয়াত হোসেন বলেছেন যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের পুনর্গঠনের স্থপতি। তিনি তরুণ সমাজকে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উপজেলার নায়েগাঁও দক্ষিণ ইউনিয়নের স্থানীয় একটি কিন্ডারগার্টেনে জিয়া মঞ্চ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখাওয়াত হোসেন আরও বলেন, "আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। তিনি আমাদের শিখিয়েছেন যে জনগণই রাষ্ট্রের মালিক, ক্ষমতার উৎস জনগণ। যা সংবিধানের ৭(১) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে। গত প্রায় ১৮ বছর ধরে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবং মিথ্যা মামলা, গুম, খুন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বিএনপি তথা জিয়া মঞ্চের লক্ষ্য হলো নৈতিকতা, ত্যাগ ও দায়িত্ববোধ ফিরিয়ে আনা; রাজনীতিকে ব্যবসা নয়, বরং দায়িত্বে রূপান্তর করা।"
নায়েগাঁও দক্ষিণ ইউনিয়ন জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের বৈদ্যের সভাপতিত্বে এবং মতলব দক্ষিণ উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো: আতাউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক হাজী আক্তার হোসেন, চাঁদপুর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ হুমায়ুন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়েজ আহমেদ ও মোঃ ইকবাল খান, মতলব দক্ষিণ উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ উল্ল্যাহ খান, যুগ্ম আহ্বায়ক মোঃ আরাফাত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার বৈদ্য, ২নং নায়েরগাঁও ইউনিয়ন যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেন বৈদ্য প্রমুখ।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, জিয়া মঞ্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে। তরুণদের নেতৃত্বে নতুন প্রজন্মের জিয়াপন্থী কর্মীবাহিনী গড়ে উঠছে, যারা গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।
মতবিনিময় ও আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
Comments