কাপ্তাইয়ে ওয়াগ্গা ৯ নং ওয়ার্ডে বিএনপি’র সম্মেলন সম্পন্ন

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ওয়ার্ড কমিটির নির্বাচন উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শিলছড়ি বাজারের রংধনু রেস্টুরেন্টে কাউন্সিলরদের ব্যালট ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচনে মোট ৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিজয়ী হিসেবে সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাজু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন থোয়াইচিমং মারমা (বড় মিয়া)।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন আহ্বায়ক মো. আনোয়ার হোসেন। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মফিজুর রহমান, আব্দুল করিম ও তোতা মিয়া। নির্বাচন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। তিনি বলেন, “এই নির্বাচন শুধু একটি ওয়ার্ড কমিটি গঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিএনপি সবসময় জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, আগামী জাতীয় নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় নিশ্চিত করবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন ও সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু। সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত নেতাকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নির্বাচনটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়। এতে কাপ্তাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments