নিখোঁজের তিন দিন পর খুলনার দিঘলিয়ায় জিসান (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জিসান ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত ৯ অক্টোবর বিকেল থেকে শিশু জিসান নিখোঁজ ছিল। এরপর জিসানের বাবা আলমগীর হোসেন ওইদিনই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে, পার্শ্ববর্তী দেয়াড়া গ্রামের হান্নান শেখের ছেলে ফয়সালের সঙ্গে সর্বশেষ জিসানকে দেখা গেছে। এরপর পুলিশ ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সিসিটিভি ফুটেজে আটক ফয়সালের সঙ্গে শিশু জিসানকে বাড়ির গেটে ঘোরাফেরা করতে দেখা যায়। এই সূত্র ধরে ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে শিশু জিসানকে কুপিয়ে হত্যা করে লাশ নিজ বাড়ির উঠানে বস্তাবন্দী করে পুঁতে রাখার কথা স্বীকার করে। সেই অনুযায়ী লাশ উদ্ধার করা হয়েছে। ফয়সালকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
Comments