জুলাই গণঅভ্যুত্থানের মামলায় হয়রানির অভিযোগে যুবদল নেতা হিমেলের সংবাদ সম্মেলন

জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি মামলায় (সিআর মামলা নং ৪৫৫/২৫) ষড়যন্ত্রমূলকভাবে হয়রানির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. ফয়সাল হোসেন হিমেল। শনিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে হিমেল বলেন, রাজনৈতিকভাবে হেয় ও হয়রানি করার উদ্দেশ্যে তাঁকে ঢাকার যাত্রাবাড়ী থানার মামলায় মিথ্যা ও বানোয়াটভাবে আসামি করা হয়েছে। তিনি জানান, ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন না, বরং রাজাপুরে বিএনপির একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। “জুলাই গণঅভ্যুত্থানের দিন আমি ঢাকায় উপস্থিতই ছিলাম না। ঐ কর্মসূচির ভিডিও প্রমাণ আমার কাছে রয়েছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবুও আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে,” বলেন হিমেল।
তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল আমাকে আওয়ামী লীগের দোসর হিসেবে প্রমাণ করার জন্য ষড়যন্ত্র করছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি শক্তি সক্রিয়—একদিকে ফ্যাসিস্ট সরকারের দমননীতি, অন্যদিকে দলের ভেতরের কিছু বেইমান ও মুনাফিক চক্র।
হিমেলের ভাষায়, বিশেষ করে সাতুরিয়া ইউনিয়নে এসব প্রভাব মারাত্মক আকার ধারণ করেছে। “গত নির্বাচনে বিএনপির বহু পদধারী নেতাকর্মী প্রকাশ্যে নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করেছে। তবুও তারা আজও বহাল তবিয়তে দলে আছে,” অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলাতেই তাঁকে আসামি করা হয়েছে। “২০১৩ সাল থেকে আমি নিজের বাড়িতে নিরাপদে থাকতে পারিনি,” জানান হিমেল।
অসুস্থ মায়ের চিকিৎসা ব্যাহত ব্যক্তিগত কষ্টের কথা তুলে ধরে হিমেল বলেন, “আমার মা দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। কিন্তু মামলা আর হয়রানির কারণে মায়ের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারছি না। মামলার জটিলতার কারণে পাসপোর্টও করতে পারিনি, ফলে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছি।”
সংবাদ সম্মেলনে তিনি তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত তদন্ত ও অব্যাহতি প্রদানের দাবি জানান। একই সঙ্গে দলের ভেতরে যারা আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে, তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান রাজাপুরের এই যুবদল নেতা।
Comments