Image description

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় মহাউৎসব শারদীয় দুর্গাপূজা চলাকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মদ্যপানে চার বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুর্গাপূজা উপভোগের সময় এই চার বন্ধু বিষাক্ত মদ্যপান করেন, যার ফলস্বরূপ পর্যায়ক্রমে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বরকাউ এলাকার আনন্দ চন্দ্র সরকারের বড় ছেলে শ্রী জয় সরকার (১৫), কালিয়াকৈর উপজেলার বাশুরা এলাকার জুয়েল মিয়ার ছেলে শাওন (১৭) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ইয়াসিন (২৫), এবং উপজেলার মেদুলিয়া গ্রামের খোরশেদের নাতি উচ্ছ্বাস (১৬)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঢালজোড়া ইউনিয়নের দেওয়াইর এলাকার সুধীর সরকারের বাড়িতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। শ্রী জয় সরকার ওই এলাকার বিকাশ চন্দ্র সরকারের ভাগ্নে। সে মামার বাড়ি থেকে বসবাস করত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রী জয় সরকার তার তিন বন্ধু শাওন, ইয়াসিন, উচ্ছ্বাসকে নিমন্ত্রণ করে এবং একসাথে মদ্যপান করেন। এই মদ্যপানের ঘণ্টাখানেক পরই তাদের পেট ব্যথা শুরু হয়।

বিষাক্ত মদ্যপানে শ্রী জয় সরকার ৩০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন, উচ্ছ্বাস ৩ অক্টোবর, শাওন ১২ অক্টোবর ও ইয়াসিন ১৪ অক্টোবর মৃত্যুবরণ করেন। এই ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কালিয়াকৈর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, উপজেলার দেওয়াইর এলাকায় দুর্গাপূজা চলাকালীন সময়ে মদ্যপানে চার বন্ধুর নিহতের ঘটনা ঘটেছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।